প্রকৃতি তার
রূপ বদলে
ইচ্ছে মতো
যেমন খুশি
তেমন করে
ভেজাচ্ছে আমাদের।

আকাশ নয়
ভিজছে যে,
শুধু মেঘ
কেন কাঁদে?
কেউ বল
না রে?

মাটি আর
বৃক্ষ কয়
"আমরা খুশি
কত শত
কাল পড়ে
ভিজলাম যে।"
তাদের ঠোঁটে
লেগে হাসি
অন্য দিনের
চেয়ে অনেক
গুণ বেশি ।

বাতাসের সুর
কখনো হয়
যে অসুর।

বর্ষণের আর
অসুরের জন্য
কারো ঘর
হারায় বলে
প্রাণ কাঁদলে
তাকায় না
কোনো কোনো
নির্জীব প্রাণ
আর ভিতরের
প্রাণ আদৌ
কাজ করে
কি? কেজানে!