রাত কাটে না
আসে আষাঢ়
মন চায় না
তোমাতে ভাসার।
অপেক্ষায় আছি কত কত কাল
অপেক্ষায় থাকবো শত শত কাল,
রাত কাটে না
আসে আষাঢ়
মন চায় না
তোমাতে ভাসার।
এ কি আসলো দুর্দিন
পূরণ করেছি তোমার সব ঋণ
তবুও মনে
এ ভুবনে
"অপেক্ষায়" থাকতে চায় সব রাত্রি দিন,
রাত কাটে না
আসে আষাঢ়
মন চায় না
তোমাতে ভাসার।