কাঁদিনী
জোছনা আঁকা ময়ূরী দিনে
কাজল চাওয়া ডাকনাম।
রেণু স্পর্শ ছোঁয়া আকাশ
জ্বলন্ত নয়না চাঁদ বদনাম।
মন পিদিম ভরা আঁধারে
কোমল কল্পনাতে তাঁকালাম।
খেলোন স্বপ্ন দূরে বাজে
ভোর দুপুরে গাঁথলাম।
প্রলাপ আভা স্তব্ধ স্পন্দিত
প্রাণের শোকে স্বর্গ মাপলাম।