"আমি আমার
সন্তানদের
ভালোবাসি
সন্তানরা
আমার কাছে
খুব দামি
যত্নে রাখে
ভীষণ ভালোবাসে
আদর করে
নানান নামে ডাকে
আমাকে,
কেউ ভুবন
কেউ জগত
কেউ ধরা
কেউ ভূমণ্ডল
কেউ বিশ্ব
আরও কত কত।"
"সত্যি, তোর
অণুভুতি ওরা
যদি বুঝতো
তাহলে........"
বলে শুক্র।