জলে
মনের গোলাপে চাঁদ জলে
ভালোবাসাও জ্বলে
কাঁখের চিঠিতে
শিলার গীতে
ছবির অঙ্কের ডাইরি
শেকল আবির চাউনির
বিছোনে
মনের গোলাপে চাঁদ জলে,
শিশির দ্বীপে
আগুনের টিপে
ছাইয়ের ইচ্ছের কাজলে
মায়া পেখমের সোহাগী
গপ্পে
মনের গোলাপে চাঁদ জলে
ভালোবাসাও জ্বলে ।