জল

তোমার পায়ের ছোঁয়া লেগে
                   জল নাচে,
তুমি- ই বলো
কি করে আর
       আমার
        মনটা
        বাঁচে?


           সমাপ্ত