আমরা গরিব
খাওয়া জোটে না
কাপড় জোটে না
কি জেনো খুঁজে বেড়ায়
যাযাবরের মতো দিন কাটায়।
আমরা মধ্যবিত্ত
চাকরি খুঁজি
দিন শেষে যেটুকু রোজগার হয়
তারপরের দিন সেটুকু দিয়েই
সংসার চলে
আর কি জেনো খুঁজে বেড়ায়
যাযাবরের মতো দিন কাটায়।
আমরা উচ্চবিত্ত
এ. সি. তে অভ্যেস প্রতিক্ষণ
বড়ো বড়ো ব্যবসা করি
টাকার উপর শোয়
তাও কি জেনো খুঁজে বেড়ায়
যাযাবরের মতো দিন কাটায়।
আমরা ভিখিরি
কি সব খুঁজে বেড়ায়
যাযাবরের মতো দিন কাটায়।
সমাপ্ত