হাঁটা
জন্মে ভালবাসার জালে জড়িয়ে পড়েছি
নানান পথে হেঁটেছি
কোনো পথে জিতেছি
কোনো পথে থেমেছি
কোনো পথে হেরেছি
তবুও হেঁটে চলেছি
পালাবার পথ তো ওই একটাই আছে
নিজেকে ধরা দেওয়ার পথ তো ওই একটাই আছে
তবুও হেঁটে চলেছি
আর হাঁটবও প্রতিক্ষণ
যতদিন না তোমাকে পাচ্ছি।
সমাপ্ত