গড়া




নতুন এক পৃথিবী গড়তে চাই
যাতে থাকবে শুধু ভালোবাসা আর ভালোবাসা
আর কেউ না।

এ মা! আমি তো ভুলেই গিয়েছিলাম
অনুভূতি না থাকলে ভালোবাসা
থাকবে কি করে?
আর অণুভূতি তো মানুষের মধ্যে থাকে
তার মনে।