আর কত দিন খেলবে প্রেমের
                           খেলা
শেষ তো হবে
                 বেলা।



তোমার নামের জ্বলছে প্রদীপ
                          মনে
নিভে যাবে তোমারই মনের মতো
                            ক্ষণে।



থামাও এবার তোমার
             মিথ্যে প্রেমালাপ
নাহলে হয়ে যাব আমি মরা
                    গোলাপ।