আবার এক নতুন সকাল এসেছে
পাখিদের কিচির মিচির শোনা যাচ্ছে
কাকে ডাকছে কেজানে
নাকি ঝগড়া করছে নিজেদের মধ্যে?
নাকি আমাদের গান শোনাচ্ছে?
এভাবেও গান হয়
জানতাম না
চোখ বন্ধ করে এক বার শুনলে
মন ভরে যাচ্ছে।

শুনতে বেশ ভালোই লাগছে।


কিন্তু ধীরে ধীরে তো বেলা বাড়ছে
লক্ষ মানুষের ভিড়ে, ব্যস্ততার ভিড়ে,
যানবাহনের ভিড়ে
আস্তে আস্তে হারিয়ে যাবে এই গান।


আবার শুনতে পাবো
যদি বেঁচে থাকি,
আগামী সকালে
পাখিদের মন ভোলানো গান।