কথা না বলতে বলতে
বোধ হয় বদলে যাচ্ছে দুটি মন
এক সময় চলত না দিন তোকে ছাড়া
এখন কাঁদে
       মরে
একটি মন
দূরত্ব এতটাই এখন।

             সমাপ্ত