বিশ্ব সুন্দরীর চোখে জল
সইতে পারছিল না বোধ হয়
এত অত্যাচার
তার সন্তানদের

তাই আজ বিশ্ব সুন্দরী আর
তার সন্তানদের চোখে
বাঁধ ভাঙছে না
জল

ভবিষ্যতে কি হবে
তা ভেবে পায় না দুজনেই

সে যে - ই হোক
বিশ্ব সুন্দরী বা সন্তানরা দুজনেই।