দরকার




সবাই চাই যাকে
আমিও চাই তাকে
জানি পাবো না
বিফল এ রচনা
আরও দরকার পরিশ্রম,

চূর্ণ হৃদয় মম।


ভাষা আর আসে না
এ কি যন্ত্রণা!
সইতে পারি না


করে সে আমার-ই অপেক্ষা
কেন জানি না
বোধ হয় ভালবাসে সে আমাকে

আর আমি একবার কাছে টেনে
অবহেলায় রেখে দি যে তাকে।





               সমাপ্ত