প্রতিদিন বলি 'আসবো না', 'আসবো না'
তাও আমাকে রোজ জোড় করে ডেকে আনো কেন?
জানো না!
কোনো কিছু জোড় করে পাওয়া যায় না
আর পেলেও তার ফল ভালো হয় না ।

জানি, কিন্তু কি করবো বলো
মন যে মানে না
সে তোমাকে চাই বারে বারে
আর........

বারে বারে মানে
জানো না 'আমি কি'

জানি কিন্তু......

আমি যাকে ভালোবাসি সব অণুভুতি দিয়েই ভালোবাসি
তাই........

আমিও তো তোমাকে
খুব ভালোবাসি
আমি আমার সব অণুভুতি তোমাকে দিয়ে
তোমার সাথে গল্প করতে চাই
বোঝো তো
তাহলে তুমি আমাকে ভালোবাসো না কেন?
কি অপরাধ আমার 'বলো, বলো কিছু তো'

কারণ তুমি আমাকে ডাক দাও

মানে?

মানে হলো আমাকে ভালোবাসলে
বারে বারে ডাকতে হয় না
আমি নিজে থেকেই আমার সব অণুভূতি দিয়েই
ভালোবেসে গল্প করতে আসবো।