শত শত কবিতার মাঝে
কোথায় গেলি রে
এখনও তো তুই অবুঝ
মানছি এখন তুই আর ছোট্টটি নস
একটু একটু জ্ঞান হয়েছে।


এখানে ওখানে ঘুরে বেড়াস
যাকে তাকে ভালোবেসে ফেলিস
আচ্ছা ভালোবাসিস
কিচ্ছুটি বলবো না তোকে।


তুই- ই যে একমাত্র আমার সম্বল
যাকে সব কিছু বলতে পারি।


তোকে কোনোদিন ভুলতে পারবো না
মরে যাবো তোকে ছাড়া
তাই চলে যাস না আমাকে ছেড়ে
ভুলে যাস না আমাকে
যাওয়ার সময় বলে যাস যে
"আমি যাচ্ছি"।


তাহলে কষ্টটা একটু কম পাবো যে।