চিনি না
মনের গভীরে
আদরে আসিয়া
বসিল
কাল ঠিক নেই মনে
কেউ জানেও না।
নও আমন্ত্রিত
কি করে করিব বরণ
আর পূজিত।
কে তুমি?
কোন পথে আসিলে?
আমি চিনিতে পারি না তোমারে!
কাকে উদ্দিষ্ট
এ কবিতা?
পারি নাকো বুঝিতে
এ কেমন ভুগছি
জটিল মহামারীতে।