তোকে চাই
ভালোবাসতে
প্রেম করতে নয়
ও মন বুঝিস একটু
এটা চাওয়া নয় শুধু,
ভালোবাসার হয় না বিসর্জন
তোর মধ্যেই থেকে যেতে চাই সারাক্ষণ।
না পেলে ভালোবাসা পূর্ণতা আমাদের
হৃদয়ে লেখা থাকবে তোরই নাম
ভুলতে পারবো না তোকে কখনো
ভালোবাসার কোনোদিন ইতি হয় না
মনে রাখিস জেনো।
আসলে অন্য কেউ জীবনে নতুন করে
আমাকে ভালোবাসতে
জানি না তাকে কখনো
পারবো কিনা ভালোবাসা দিতে
এটা মন
জানে না শেষ পরিণতি কি হবে
সে কি আমায় বুঝতে পারবে
ভালোবাসায় কি থাকে কোনো দাম-দর?
সত্যিই কি অনুভূতি গুলো ক্ষতিকর?
তোরে রেখে দিয়ে মনের
এক কোণে পুঁজিব প্রতিক্ষণ
নতুন কে নতুন করে
বরণ করে
ভালোবাসব এই মন দিয়ে চিরক্ষণ।