কেউ সাজাচ্ছে ঘর বাহারে
কেউ বা দিন কাটাচ্ছে হাহাকারে
কেউ থাকছে আয়েসে
কেউ বা পাচ্ছে না কাজ দুঃসময়ে
কেউ করছে প্রেম ফোনে ফোনে
কেউ বা বিনা চিকিৎসায় ব্যস্ত মরণে।