বৃষ্টি থেমে গেছে
নীল আকাশ দেখা দিয়েছে
গাছ গুলো নতুন করে সেজে উঠেছে
কেউ কেউ বন্দি নেই আর
বাইরে বেরিয়ে নিজের
অজান্তেই পৃথিবীটাকে ভালোবাসছে।
বৃষ্টি থেমে গেছে
মেঘ চলে গেছে কোন সুদূরে কেজানে?
কিন্তু রেখে গেছে
তার মৃত্যুর কিছু সৃষ্টি
এছাড়া জল কাদা তো আছেই।
বৃষ্টি থেমে গেছে
রোদের দেখা মিলেছে
তবুও কিছু প্রাণ কাঁদে।