বৃষ্টি




আকাশ থেকে আর বৃষ্টি পড়ে না
লোকে বলে,
"জল পড়ছে"
"বন্যা হয়েছে"
আর
বৃষ্টি
আজ মৃত প্রায় পাগলিনী।
"হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ
হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ (জোড়ে হাসে)


                                       (নিঃশব্দে কাঁদে )



                    সমাপ্ত