বসন্তে





মেঘ লুকিয়ে গেলো আলো নিয়ে বুকে
ধরণীতে বর্ষণ ছায়ার ওই বুকে
বসন্ত এলো গো, বসন্ত
শোনো জাগো
প্রেম কখনো নয় বিরত
ফাগুন পরশে
মন যখন রাঙিত
চলো খেলি দোল, আবীর মেখে
ভালোবাসায় - সুখে