বন্দিনী ফুল
চলে গেল সে
একবারও ডাক দিল না
কি খাবো, কি পড়বো বলে গেলো না
জিজ্ঞাসাও করলো না কিছু
আধ মরা হয়ে তাকিয়ে রইলাম
ভালো ভাষায় যাকে বলে ' অপেক্ষা '
আরো ভালো ভাষায় বলে ' ভালোবাসা '
কখনো
মাঝ রাতে পেচ্ছাপ করার সময় মনে পড়ে
কখনো বা
দিনে খাওয়ার সময় মনে পড়ে
হঠাৎ আনমনা মন খুলতে চায়
তারপর ' বালাই ষাট '
ভিড় জড়ানোতা আস্তে আস্তে কমে
ব্যাকরণ আবার সাহিত্যে পরিণত হয়
তবু পর্দা অজ্ঞান নয়
' কলি চাঁদ ' ধরা দেয়.....
(***** কবিতার সুন্দরতা " পেচ্ছাপ " শব্দটিকে টেনে এনেছে.....
জানি না খারাপ কিনা.... *****)