এক বিশ্বসুন্দরীর মাঝে
কত হাজার হাজার বিশ্বসুন্দরীদের বসবাস
মুগ্ধ দেখে সৌরজগত ,
বিশ্বসুন্দরীর মতো
হাজার হাজার বিশ্বসুন্দরীরা
নিজের পায়ে দাঁড়িয়ে;
বিশ্বসুন্দরী ধ্বসের পথে চলেছে,
হাজার হাজার বিশ্বসুন্দরীরা ধ্বংস হচ্ছে;
এই ধ্বংসলীলা কি শেষ হবে না?
বিশ্বসুন্দরীরা কি পাবে না তাদের সুন্দরতার সম্মান?
নাকি হাজার হাজার বিশ্বসুন্দরীদের বলি হতেই থাকবে।
যদি এক বিশ্বসুন্দর থাকো
তবে বাঁচাও
বিশ্বসুন্দরী কে ;
বাঁচাও বিশ্বসুন্দররা
কত হাজার হাজার বিশ্বসুন্দরীদের
ভালোবেসে।
নাহলে বিশ্বসুন্দরী নিজেই
তার বাঁচার পথ খুঁজে নেবে,
বিশ্বসুন্দরী বাঁচবে।
কোথা থেকে যেন মাঝে মাঝে চিৎকার শুনি
"হ্যাঁ, আমি বাঁচবো, আর বিশ্বসুন্দরীদের এবং
বিশ্বসুন্দরদেরও বাঁচাবো সবাইকেই বাঁচাবো,
আমি হৃদয়হীনা নয়।"