সব দুঃখ ভুলে গিয়ে
  একটু কাছে টেনে নাও আমাকে
  দেখবে একদিন, ভালবাসবে আমার
                         বিদায় বেলাকে।



  **কবিতাটিতে "আমাকে" বলতে বোঝানো হয়েছে সকাল কে আর "বিদায় বেলা" বোঝানো হয়েছে সূর্য্য অস্ত যাওয়ার মুহূর্ত কে।