ও বন্ধু
পাগল হইয়ো না
একজনের ভালোবাসায়
হেরে যেও না,
অপূর্ণ থাকতে দিবে
তোমার সব আশায়?
আবার নতুন করে বাঁচো
পৃথিবীর সৌন্দর্য দেখো
পৃথিবীকে জানার চেষ্টা করো
পৃথিবীকে বোঝার চেষ্টা করো
অনুভূতি গুলোর ঘ্রাণ নাও
দেখবে এক দিন পৃথিবীরও
প্রেমে পড়ে যেতে পারো,
দেখবে একদিন কত জনের
ভালোবাসা তুমি পাবে!