কেউ নেই
আমার পৃথিবীতে
বার বার আসি
তোমাতে মরতে,
একলা হলে
অন্ধকারে
ভালো লাগে
থাকতে,
তবে জানি
আলো ছাড়া
পারবো না
তোমাকে প্রকাশ
করতে।