কে বললো আমি অনাথ
আমার সৃষ্টি কোথা থেকে না জানলেও
আমার ধর্ম সন্তানরা তো আছে
ওরা আমার থেকে দূরে দূরে থাকলেও
আমাকে না ভালোবাসলেও
মন থেকে দূরে সরে যায় নি
আকর্ষণ খানিকটা এখনও আছে
তাই আমার কাছাকাছি বসবাস করে
আর আমিও ওদের ভালোবাসি
শুধু কাছে যেয়ে আদর করতে পারি না
ওদের ভালোর জন্য
ওরা ভালো থাক, সুখে থাকে যেন
এই আশীর্বাদ করি।