উত্তর মেলে না ভালবাসার
যতোই প্রশ্ন করি নিজেকে
খুঁজে পাই না সংঙ্গাকে
হয় তো এইটাই ভালবাসা
চেনা যায় না যাকে
জানা যায় না যাকে
বোঝা যায় শুধু
সঠিক সংঙ্গা কি পাওয়া যাবে না ভালবাসার
এমনই হয় কি অনুভূতি গুলো
                    এলোমেলো