অকবি
পালতোলা মাছির ব্যাকরণে পরশ
স্নান রবির চাদর মিছিল
দাদের চাটনি গ্রেফতার
সাইরেন পাতায় পাতায়
ভোরপুচ্ছ গুচ্ছ গুচ্ছ
মন একম্ পেয়ালা
'অকবি' নহ 'অকবিতা'
ছেঁড়া ছেঁড়া সাঁতার
তুলো তুলো ফুল
রাঙা ভাঙা কনকাঞ্জলি
ভুলো আলো.........
গোপন শূন্য বন্দিত নয়ন
গল্প সিঁদুর আবীরে আগমনি