কোনো দিন ভুলে যেও না আমাকে
অজস্র ভিড়ে
মনে রেখো ভালোবেসে ছিলো তোমায় এক আলসে
জিততে আসে নি
হারতে আসে নি
শুধু তার মনের কথা বলতে এসেছিলো।

দুমরে মুচরে গিয়েছিলো কত শত বার হৃদয়
ক্ষতর রক্ত বেরিয়েছিল
কত ভাবে প্রকাশ করেছিলাম কিন্তু
চুপ করে দেখছিলে
তবুও বলো নি কাছে এসে
"আমি তোমাকে ভালবাসি আর আঘাত দেবো না। "