অবুঝ নেশা



-নেশা, তুমি কি শুনছ নাকি এখনও নেশায়
মত্ত হয়ে আছো?
-বলো শুনতে পাচ্ছি।
-তুমি একবার জীবনের অন্তরাত্মার সাথে
মিশে গেলে আর কেউ তোমাকে ফেরাতে
পারে না কেনো? শেষে পরিণতি মৃত্যু হয়।
-হুমম, জানি। কি করব বলো তোমরাই তো
কেউ ইচ্ছে করে বা কেউ জোর করে বা
হঠাৎ - ই কাছে টেনে নিয়ে মরণ ফাঁদ
পেতে ফেলো।আমি তো এরকমই। তাই
তো নাম নেশা।
      
          
                সমাপ্ত