অভিমানী








অভিমানী নয়নের কবিতারা
লুকিয়ে সাজে বেদনাতে
পেখমি রোদ্দুরে আর নয় খোঁজা
বাঁধিব আজ রামধনু রঙে প্রিয়কে
শেষ বেলার আবদারি খেলায়
ভালবাসা বাহারিতে
ভাঙবো পাথরকে প্রেম দিয়া