অ - ক - বিতা




নোংরা পাকানো ব্যাকরণ কি
তা জানলে হয় তো
কাপ - প্লেট উড়ো হবে
ইচ্ছে সাধের
তা বেশ
কবিতার মানে আছে কোনো?
তোমরা বলেই যাও
তবে সব তো আর
সাদা - লাল বা হলুদ নয়
চাদরের সুতো গোনা অসম্ভব
আরে, অকবিতা
রক্ত পড়বে তাই
চিহ্নই দেবো না