কবিতা!- শুভ দীপাবলী
দীপ জ্বেলেছি অমাবস্যায়
ঘরে যদিও আঁধার---
কালী মায়ের পূজায় বাজী
কত দেখি বাহার!!
পকেট টা -পু'রা ফাঁকা---
খাওয়ার টাকাই নাই!
চরণে মায়ের কত? প্রসাদ!
দেখলে জাগে খিদাই!!
উপাস আপনি- হয়েই রয়
অঞ্জলি দেওয়াও হয়!
কাপড় দেখে ই বিচারে কয়
লাইন দিয়েই আয়!!
কোমল মায়ের ঐ চাওনি
আমি দেখতে পাই--
বলে "দুক্ষু করিস কেন?
কেবলি তোদেরই তো চাই!!"