গড়ছে কুমোর মাটির তালে
দুর্লভ ছাঁচের রতন,
উদ্যোগ দিয়ে কৃষ্টি স্থাপত্যে
ঐতিহ্যের নব চেতন ।
তাঁতি কাটছে চরকায় সূতা
শাড়ীর রঙ যেমন ,
চিত্র পটের আঁকিবুঁকিতে
স্বপ্নরা হয় কেমন !
কামার ভাঙছে লোহার ডেলা
শিল্পত্বের নতুন গড়ন –
শক্ত ভীতে, পোক্ত মানের ;
কারিগরি র উন্নয়ন ।
কৃষির কর্ষণ ফসলের বপন –
অন্নের হল যোগান
শ্রমের ফল অমৃত সমান
ওঁদের হাতে সোপান।
একে অপরে ওতপ্রোত ভাবে
জড়িয়ে চলাই জীবন
শ্রোতা পেলেই শিল্পীর বিকাশ
আনন্দে যবনিকা উত্তলন ।