পৃথিবীর- আবিষ্কারের পর্ব হয়তো শেষ !
যে কোনো মুহূর্তে ধূলিসাৎ হতে পারে !
অশনিসংকেত আসছে অশেষ !
যত ওড়ে তত ঝড়ে !!
সূর্য ই পুড়ছে আগুনের গোলায় –
বৃষ্টি , বরফে জমেগেছে !
গাছ পুড়ে ছাই, লেগেছে দাবানল -
চিরস্থায়ী খরায় ধরে আছে ।
ভূকম্পন, লাভার গরলের সাথে ,
বন্যা মিশছে ততাধিক !
ধ্বংসের আর কিছু বাকি নেই হতে –
পরিস্থিতি এগিয়ে শতাধিক!
হিম পাদদেশ খাট হয়েছে !
শীর্ষে বিরাজিত ছিল যে –
কোন অজান্তে কেঁড়ে নিচ্ছে মুকুট !
কালাজাদু, করছে যেন কে ?
প্রকৃতির পরিচয় ,যে শিশু শিখছে ,
মানাতে পারবেনা সে -
বসন্ত এসেছিল কোকিল হেসেছিল !
কোথায় যাচ্ছে হারিয়ে !!
নির্মাণ তো সদাই পরিলক্ষিত -
এখন হোক সংরক্ষণ !
নতুবা ভবিষ্যৎ আর থাকবেনা !
হবো ,অযুত তারায় বিচরণ !!