ঘুণ ধরেছে লোহার লোহায়
উঁই ধরেছে ফাটলে –
রক্ত চোষক গ্রন্থি পেয়েগেছে !
খাদ্য পাবেই কাটলে !!
দুলছে সেতু জঙ্গল মহলে
অনঅবিজ্ঞতায় নির্মাণ !
কে বলেছে ,সভ্যতায় আছি ?
বর্বরতার নেই পরিত্রাণ !
পার্টি গোষ্টী র নির্বিশেষে -
এ মর্মান্তিক বেদনার !
খেয়োখেয়ি দুষ্ট শোষকের!
অনাদরের যন্ত্রণার !!
হুড়মুড় করে গুঁড়িয়ে গেল ;
শিল্পের সহজ সুবিধায় -
ধরধর করতেই ফসকে গেল !
তাজা প্রাণ দুবিধায় ।
হাত বাড়িয়ে জল ভিক্ষায় –
টাটকা রক্ত পেল পানে !
জলজ্যন্ত নিরপরাধীকে
পিষে মাড়ল প্রাণে !!
তুষের হাতের কারুকার্য
ঝড়ের হাতে ধূলিসাৎ -
ব্যঙ্গ নাটকের রঙ্গের পতন –
তাতে, উড়ালপুল কুপোকাত ।
চারিদিক কেবল কান্না হাহাকার –
কংক্রিটের নীচ থেকে, তখন ও –
অসহায় দরিদ্র বাঁচতে চায় সবাই
“দেখ”-চাইছে সাহায্য এখন ও !!