পৌষের পরশ পেতে প্রকৃত –
মন সবার পিয়াসী ,
পকোড়া পর্বন, পুর পেলেই
খিদে জাগে বেশী ।
প্রলোভ দেখায় পুলি পিঠে –
পুরানো সব ছাঁচে !
পেট পূজারীর বেজায় খুশ –
সেঁকছে জিহ্বা আঁচে ।
শীত পাকলেই নলেন গুড়ের
মোয়ার রকমারি ,
নান সব্জির নানা ফলে –
পাচনে ঝকমারি ।
এই আমেজে খোশ মেজাজে
প্রাণ ভ্রমনের টানে !
ছুটির প্রতীক্ষায় দিন গুলো সব
প্রসন্নতা আনে ।
প্রার্থনা করি ঋতু রঙ্গে –
প্রবীণ থাকো ভুবনে –
প্রীতি উপহার যা দিচ্ছেন দুর্যোগ
তৈরি তাই দমনে ।
প্রাচুর্যে পরিপূর্ণ সব ঋতুর আছে -
প্রসাদ পরিবেশন ,
শীতের কাছে আছে আহ্লাদ
প্রীতি ভোজের আসন ।