তুমি মঞ্জুর করলে এতদিন পরে –
দেরি হল পুরানো আস্থা, ফিরে আসতে !
মঞ্জিলের মজবুত শিকল আমার নাওয়ে –
সেই আবেগে আর পারবোনা ভাসতে ।
তখন মুচকি হেসেছো,পা বাড়াও নি –
কি ভাবে পথ তবে চেনাবো ?
এখন রাস্তা বেঁকে গেছে অন্য দিকে
তুমি চাইলেও তা আজ লোকাবো ।
মঙ্গল আরতি দি মুরতি সাজিয়ে
প্রেমের জ্বালিয়েছিলাম বাতি !
আজ অনুসুচনায় হারানোর সুর !
নিদ্রাহীন কাটাও রাতি ?
অর্থের অহমিকায় প্রকৃত প্রেম ও
চোখ রাখে মালিকানায় !
সত্য জেনে মাশুলের হাত ধরেছি টেনে !
তা’ই তোমার মোকাবিলায় ।
নিজেই জানিনা নিজের ক্ষমতা
তোমার দ্বারা ই আবিষ্কার!
মূর্ছা যাইনি, ঠোকে শিখলাম
আপন কেও করা যায় বহিষ্কার ।