খদ্দর পরে জীবন কাটে
অখাদ্য থাকে খেয়ে-
খনার বড় খারাপ জীবন
বাপ মা হারা সে মেয়ে ।
অন্ধ বাবা মার সংসার চলত
এত দিন গান গেয়ে
লোকাল ট্রেনে খুচরো পয়সা
তাই, সন্তুষ্ট পেয়ে ।
আজ আমার দুয়ারে কাজ চায় –
খাওয়া পরা দিয়ে
খটকা লাগে অসহায়দের বেশি
সাথ দি না গিয়ে ।
খাটিয়ে নেয় নরক বেদনায়
খাদক খালাস করে !
খিড়কি থেকে খোলা আকাশ –
নাটকেই নারীর নড়ে ।