কুঞ্জ মালায় রথ সাজিয়ে
করেছি তোমায় বরণ ,
বিগ্রহের আসনে মালার ডোরে
সদাই করি নমন ।
প্রতিভাত হয়, সিঞ্চিত অর্থে
কত উপঢৌকনে আপ্যায়ন ,
নারায়ণ রুপী ,আত্তিয় পরিজন
সমালোচনায় থাকেন বিলক্ষণ !
কুচক্রে তিষ্ঠোনো ,বড় দুর্বিষহ
মালকিন হাতের মহড়া ,
ছন্দ ভঙ্গে অতুলনীয় তিলত্তমা –
আমায়িক বাঁধায় ঝগড়া ।
মনভাব কেবলি ই ‘বড় দুখুইয়ারি -
হাসিভাব পাওয়া বিরল !!
প্রাধান্য পেতেই এত কসরত –
হিংসায় মানুষ সরল ।
ছিচ কাঁদুনি, তাঁদের বর অসহনীয় -
মেনেনি ধার্মিক মানবিকতায় !
কান ভাঙ্গানি পর ভোলানি -
মেলাভার আদিখ্যেতায় ।
অবশ্য! সব পরিজন একগত্রের নন
আন্তরিক অনেক, আপন জন !
কুটুমের যতন বহালতবিয়তে
ভালোদের হচ্ছে সর্বক্ষণ ।