ঐতিহ্যের বনেদী আনায়, মা কে হয় বিনোদনে সাজানো !
যত টা সম্ভব ,আড়ম্বরির ইমারতে,প্রতিমা দাড় করানো ,
মায়ের উদ্দেশ্য ঠিক কি ছিল ? সে তাঁ’র হয়না জানানো !
সন্তান –সত্যি ই মা কে মাটির- রাখতে চায় গড়ানো ।
প্রতীক্ষায় ছিলাম ; জৌলুস দেখতে,কত টার আদন্ত !
বাহ্যিক গৌরবে ,আভ্যন্তরীণ শিষ্টাচারে পাঠ হয়না বেদান্ত ।
ক্লাব গোষ্ঠীর ,রক্ত জোশ – অহমিকার কায়দায় দুরন্ত !
মায়ের পূজা, সে ত উঝ্য- রেষারেষিতেই ক্রুদ্ধ অশান্ত ।
মা,যে সত্য যাচাই করলেন- আমরা কি তাঁকে দিলাম?
উদ্দেশ্যর পথ থেকে,সদাই হটে ; অবুঝ হয়েই ভাসলাম !
জাঁকজমকেই লক্ষ করে ; একনিষ্ঠার অঞ্জলি না দিলাম !
ভাবার অবকাশ অভাবনীয় অন্ধকারে –সবাই মিলে ডুবলাম ।
কাছের জনের কদর ; বুঝতে বুঝতে ! বাকি থেকে যায় পাওনা !
ভক্তি প্রেমের আগে ; আছে কি মুল্য?সোনা দানা দেহের গহনা !
আবার বছরের অপেক্ষা ;কত ঝড় তুফানের, না জানি হবে সামনা !
মায়ের পূজা যদি অন্তরের আহূতি – চার দিনেও তা পূরণ হয়না ।
আমরা অসহায় , ভুলের মিছিলে সামিল -ভক্তি টা যে কোথায় ?
বিজয়া দুঃখের ; মেতেছে মাতালে –আরাধনার হয় না সময় -
আবার আসতে বলি ; আসন সংরক্ষণের ভাবি ,পুজার চাল ,দাবায় !
এত পূজা যজ্ঞ রব ,কিসের আকাঙ্ক্ষা এ সব ? ভক্তিই সমস্যায় !!!