কিছুকাল পেরিয়ে এসেগেছি -
ডিঙিয়ে ফেলেছি ঘাটতি সময় !
অস্থায়ী ঝঞ্ঝাটে সচেতন ছিলাম !
ভাগ্যিস ধরেছিলাম তোমায় ।
কানামাছি ছোঁয়াছুঁয়িতে শেষ নয়!
বেশি ভোগান্তিএমন তার খেলা ,
সন্তুষ্টি অল্পে হয়না যে মনভাবের !
বিশ্রী অনুভূতিতে শেষ হল বারবেলা ।
এখন মানে মানে কাটাই ভদ্রতা –
অনুসূয়া হয়ে অনর্থ বাঁধাই বিদ্বেষে –
নির্দ্বিধায় জ্বেহাদের প্রশ্রয় রাখি চরিত্রে
মেনে চলি মনের আদেশ ।
কৌশলে ও অক্রূর কে ভালোবেসে ফেলে
অখিলভুবনে পা ফেলেছি, আলোকে -
আজকের জ্ঞান-পুরানো স্মৃতি মুছে -
একদিন বিকশিত হব পূর্ণ দিবালোকে ।