বহু দিনের পরে দেখা বন্ধু, চেনা পথের ধারে –
হাত বাড়িয়ে ধরেছি,আজ দু দেশের বডারে ।
“মায়ের মুখ টা ভারি মনে পরে ,খুব সে সরল ,
যে বন্যায় গিয়েছিল ভেসে ,দেশ জাত সকল -
তোর মায়ের জন্য বেঁচে আজ, এই ফজল !
পায়ের ধুলু মাথায় ঠেকাবো ,তাঁর কাছে চল -
মা ই তো সেই আল্লা আসল – ঈশ্বর ,যাই বল !
“এদেশে ভাই তোর কমল - বিরাট অধিপতি –
কাজ ছাড়া কিছু বুঝিনা,তাই মায়ের আপত্তি “।
মা এখন বিদ্ধাশ্রম , ঘর ছাড়া হয়ে বহুদিন –
কষ্টে মানুষ করেছেন,এখন চান আমার সুদিন “।
“ স্বদেশেই গড়েছ ভিটে ?মা সাথে কি থাকেন ?
এই পারে তো বাবার ঘর ! এখানে কি আসেন ?
ফজল এখন ও হয়নি মানুষ, বাবা মা সাথে থাকে !
তোমার মায়ের হাতের নাড়ু, মনে করিয়ে দেয় তাঁকে ।
দেশ বিভাজন দেশের স্বার্থে , মোদের কর্ম নয় –
কর্তব্য বিমুখ বড় দেশদ্রোহী ,শাস্তি তাদের হয় ।