এই এক্ষুনি টা কি করে নিমেষে
হারিয়ে গেল কে জানে !
আমার কত পল অগুন্তি জরুরি –
ফুরালো হেলা দুখী গানে ।
একা চলাতে শক্তি মজবুত করায়
হেরে গেলেও তা খুশির !
সময় সবার আলাদা কথা বলে –
হাত ধরা থাক সুখির ।
পাওনা মেটাতে হিমশিম যেথা –
চাওয়ার মেলা জুড়িদারই !
তোষামোদে ক্লান্ত অধিকের ভারে -
কমেই বেশি সমঝদারি ।
তখন করলে এটা ভালো হত-
এখন এর টাও ভুল !
ভাবনায় কেবলই জোয়ার ভাঁটা !
চিন্তার নেই কূল ।
সময় অসময় ভোলা মন পাগল
ঘাঁটে স্মৃতি পুরানো –
মরচে পরা অসমাপ্ত প্রেম
হৃদয়ে আজও ছড়ানো ।
হারতে চাইনি তোমার সন্মুখে
যতই সুযোগ সময় দেয়-
নিজেকে ঢেকে রহস্যের ডোরে
প্রেম দিয়েছিল সায় ।
এভাবে অতীত বিলাপের আফসোসে
শুধরাতে কি পারে?
আজও দেরি ভেবে বর্তমান অকারণে
প্রতীক্ষায় সময় হারে ।