চিঠি দিয়েছি মা বাক্স ভড়ে
আসছে তাঁর আগাম বারতা –
‘দুঃখে হতাহত, বেশি সুখে আপ্লুত-
মতিভ্রমের কাটাতে জড়তা ।
সেলফোন হাতে, অনাগ্রহী মাতে –
ছোঁয়া ছুয়ির ব্যপার আছে ।
বাছারা উৎসবে বেজায় মত্ত
এঁটো কাঁটা ভুলে যাচ্ছে ।
উথাল পাতাল ধরিত্রী –
দুর্যোগে কাঁপে, থেমে থেমে !
কলঙ্কে বিক্লঙ্গ , দিনার্থ র চরিতার্থে
পরিশ্রান্ত এ যুগ ঘেমে ঘেমে ।
নিবেদন নেন মা নিষ্ঠার সাথে
গুলিয়ে গেছে সবার সৃষ্টাচার
কাশ ফুল আর ধানের শীষ মাঝে -
স্লেফি তুলতে সময়ের অপচার !
ঢাকের বায়না করেছে বন্ধ
আরতিতে বাজবে ডীজে ড্রাম –
ছৌ নৃত্য নয় ব্রেক ড্রেন্সে র ঝোঁক
গুরুত্ব দিচ্ছেনা শূভকাম ।
স্বেচ্ছায় বেশি আদরে দেখা দিলে –
মূর্খ রা জানেনা এর দাম
মাকে পেতে কত প্রাণপাত বিসার্জন
কুঁড়ায় বিলাসিতার সুনাম ।
পূজার আয়োজন নম নম তে সারে
প্যান্ডেল পরিচালনা সর্বাধিক
দামি মণি রত্ন খচিত মায়ের আসন
আটপৌরে সাজ ই পাওয়া অধিক !
এই আমরাই যত লেখা লেখিতে -
আমাদেরি কূটনীতি সমালোচনা
লেটার বক্সে চিঠি পৌঁছে গেছে কবে –
এবার মাথায় রাখি মায়ের বিবেচনা ।