কি হালকা দেহধারী তুমি
তুলতুলে পাপড়ির মত নরম-
তোমায় আঙ্গুলে ছুঁয়েছিলাম
দিয়েছিলাম আলতু গরম ।
তুমি দুর্দান্ত সৌন্দর্যের সঙ্গে
নিজেকে রাখো রঙিন –
তুমি ধরা ছোঁয়ার বাহিরে
তোমায় পাওয়া সঙ্গিন ।
পোষমানাতে সাজিয়েছি –
বাহারি ফুলের বাসর –
ফুড়ুৎ করে উরে গেলে
ফেলে প্রেমের আসর !
চোখের তুমি ধ্রুব তারা –
সব ভালোর মধ্যমণি
শুভ বিবাহের সংকল্পে
দূরীভূত হয় বিরূপ শনি ।
ক্যনভাসের প্রতিছবি লাগে
দেওয়ালে লাগে টাঙ্গানো
চারুকলার মসৃণতায়
তোমার দেহে সাজানো ।
জাগতিক এই মায়ার নিবন্ধে
ধ্বংসাক্তের জাগে ভিতি –
পতঙ্গের সংরক্ষণে আতঙ্কিত
বড় সুন্দর লাগে প্রজাপতি !!!