নিরিবিলি বৃত্তে ঘোরপাক খায়
মাথা কুটে মরে স্মৃতি –
দুঃখের ঝঞ্ঝাট দুপুরে দেয় উঁকি
শুনলে পুরানো গীতি ।
ঝাপটা মেরে কুয়াশা এড়াই
শূন্যে ঝুলে স্বপন –
যাকে নিয়ে ইদানীং ভাবায় !
বহুকাল আত্মগোপন ।
বলাকার ঝাঁক বনবন ঘোরে –
সুদ্বীপে বাসা বাঁধতে
সংসার গাঁথা মুক্ত মালার ডোরে –
এত উদগ্রীব কেন ছিঁড়তে ?
সব সম্ভাবনাময় উজ্জল দিগন্তে –
তোমার জন্য দিকভ্রান্ত ,
তোমাতে জীবন থেমে থাকেনি –
প্রেমের নেই অন্ত !!