বুকের তৃষ্ণা চেপে চেপে
ত্র্যহস্পর্শ লেগে গেছে, এই মুহূর্তে !
আর্ত পিপাসায়, অধীর অপেক্ষায় বলে -
ঢেলে দিওনা যেন বিষ ,এই সর্তে ।
আমি মেঘ আর তুমি বৃষ্টি –
প্রেমের উদ্বেলে ,ভিজিয়ে মন
তনুস্পর্শে প্রেমেরসৃষ্টি !
নেহাত তুমি বে-রঙ জীবনে এসে
আমার দুঃস্বপ্ন ভঙ্গ করলে-
আকাশী নীল ভালো মানায়-
তার উপর রামধনু পড়লে ।
মুখভার, কালো মেয়ে, বলবে না কেউ -
এরূপ সাজার পরে -
আর ও একটু মন ভড়ে দেখতে দাও তোমায়
এত সুন্দর তুমি কি করে ?